বহুদিন মামার বাড়ীতে যাওয়া হয় না। মামার বাড়ীর সাথে বন্ধনটাও আর নেই বললেই চলে। তবু মন টানে। অবশেষে একদিন এই মনের টানেই বহুদিন পর মামার বাড়ীর উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক স্মৃতি, আর অনেক বেদনা জড়িয়ে আছে। শীতকাল। মোটর সাইকেল চালিয়ে যখন পৌছালাম, তখন হাত আমার আকাটা হয়ে গেছে।
টেনশন নিয়েন না। এই গল্পটা নতুন করে শুরু করেছি। শেষ করবো। :lotpot:তবে আজ নয়, কাল-----------
টেনশন নিয়েন না। এই গল্পটা নতুন করে শুরু করেছি। শেষ করবো। :lotpot:তবে আজ নয়, কাল-----------