১২২৬৭২৪ থ্রেডে আমার ও আমার স্বামীর যৌথভাবে লেখা "আমি, আমার স্বামী ও আমাদের যৌন জীবন" কাহিনীটা শেষ হবার পর ওই থ্রেডের বেশ কিছু অনুরাগী পাঠকের অনুরোধে দুঃসাহসের সাথে একটা কল্পিত কাহিনী লিখতে শুরু করেছিলাম। কিন্তু সে গল্পটাতে সেক্সের বর্ণনা সেভাবে আনা যাচ্ছে না। কিন্তু আমাদের অনুরাগী পাঠক পাঠিকারা প্রায় সকলেই আরেকটা রগরগে সেক্সের গল্পই আশা করছে বলে সেটার লেখা সাময়িক ভাবে থামিয়ে দিয়ে একটা সেক্সে ভরপুর ছোট কাল্পনিক গল্প এই থ্রেডে তুলে ধরতে যাচ্ছি।
জীবনে প্রথমবার কাল্পনিক কাহিনী নিয়ে গল্প লিখেছি। জানিনা পাঠকদের আশানুরূপ লিখে উঠতে পেরেছি কি না। তবু যারা আমাদের এ কাজে অনুপ্রেরণা এবং সাহস জুগিয়েছেন, তাদের সবাইকে এ থ্রেডে স্বাগতম জানাচ্ছি। সকলের মতামত পেলেই বুঝতে পারব আমাদের এ দুঃসাহসিক প্রচেষ্টা কতটা সফল হল।
সবাইকে শুভ বড়দিন এবং সমাগত নতুন বছর ২০১৬ র জন্য হার্দ্যিক শুভেচ্ছা জানালাম।
গল্পের প্রথম আপডেট দু' একদিনের মধ্যেই দেব।
জীবনে প্রথমবার কাল্পনিক কাহিনী নিয়ে গল্প লিখেছি। জানিনা পাঠকদের আশানুরূপ লিখে উঠতে পেরেছি কি না। তবু যারা আমাদের এ কাজে অনুপ্রেরণা এবং সাহস জুগিয়েছেন, তাদের সবাইকে এ থ্রেডে স্বাগতম জানাচ্ছি। সকলের মতামত পেলেই বুঝতে পারব আমাদের এ দুঃসাহসিক প্রচেষ্টা কতটা সফল হল।
সবাইকে শুভ বড়দিন এবং সমাগত নতুন বছর ২০১৬ র জন্য হার্দ্যিক শুভেচ্ছা জানালাম।
গল্পের প্রথম আপডেট দু' একদিনের মধ্যেই দেব।