Quantcast
Channel: Xossip
Viewing all articles
Browse latest Browse all 60709

Non-erotic - গল্প বলতে এলাম...

$
0
0
অনেকদিন ধরে পড়ছি। কতজনের কাছে গল্পের ঋণ।
দীপালি সাহা'র দীর্ঘ একটা আত্মজীবনি পড়তে বহুদিন লগইন করেছি।
লেখকদের নামগুলো যেহেতু আসল না তাই মনে রাখার চেষ্টা করিনি।
'দরজার ওপাশে' কার লেখা যেন। ভালোই লাগছিল।
খুব ভালো লেগেছিল একটা লেখা। কিন্তু লেখকের মাদারবোর্ড পুড়ে গেছে অজুহাতে আর কোনো লেখা আসেনি। নামটা ভুলে গেছি।
সম্প্রতি পড়লাম পিনুরামের অসীমতৃষ্ঞা।

সবাই এখানে দারুণ মাল। নিজেদের কর্মক্ষেত্রে নিশ্চই মহাব্যস্ত ও সম্মানিত।
আপা-দিদি-বৌদিদের লেখা খুব একটা দেখি না। তবে মেয়েদের মুখ থেকে যৌনগল্প শুনবার মজাই আলাদা।
সে যাক, ঋণস্বীকার করতে এই এলাম। কিছু গল্প আপনাদের জন্য রেখে যাবো। পড়ুন আর নাই পড়ুন।
মনত্ব্যে কথা হবে।
তবে প্রথমত: জানতে চাই আমার এই লেখা কি আপনারা ভাঙা ভাঙা দেখছেন? নাকি পিডিএফ করে দেয়াটাই ভালো হয়। যদিও সে তরিকা এখনও জানিনা। শিখিয়ে দিলে খুশি হবো।
শুভেচ্ছা সবাইকে।
সুন্দরীরা উৎসাহিত করতে পাঠাতে পারেন সেক্সি ছবি।

Viewing all articles
Browse latest Browse all 60709

Trending Articles