Quantcast
Channel: Xossip
Viewing all articles
Browse latest Browse all 60709

Fantasy - রিয়া গলপো

$
0
0
রিয়া গলপো

রিয়া মৌসুমী


সাগর পারে আমাদের বাড়ী।
বিশাল এলাকা নিয়েই একটা বাড়ী। ধরতে গেলে, মাইল খানেকের মাঝেও পার্শ্ববর্তী অন্য কারো কোন বাড়ী নেই ,আমাদের পাশাপাশি। চারিদিক প্রাকৃতিক পরিবেশে ভরপুর, খোলা মেলা বাড়ী, ফুরফুরে সামুদ্রিক বাতাস! তিন ভাই বোন মিলে সাগরের বালুচড়ে ছুটাছুটি! খুব চমৎকার করেই শৈশবটা কেটেছিলো।
আমাদের পরিবার বলতে, বাবা, মা, সবুজ ভাইয়া আর সাথী আপু। সবুজ ভাইয়া আর সাথী আপু দুজনেই আমার বড়। আমি সবার ছোট।
বাবা ব্যবসায়ী। এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা। একটা সময় এই সাগর পারেই বাবার পূর্বসূরীরা জেলে গোত্রেরই ছিলো। লোক মুখে এখনো তেমন নিন্দা মাঝে মাঝে কানে আসে। দাদার আমলে, দাদা চিংড়ী চাষটাকেই পেশা হিসেবে বেছে নিয়েছিলো। এই চকোরিয়ার সাগরের প্রান্ত দেশেই, চিংড়ীর প্রজেক্টটা করে প্রচুর কাঁচা পয়সা কামিয়েছিলো। সেই থেকেই এলাকায় ধনী বলে জাতে উঠেছিলো। এতে করে আমাদের দাদাকে কতটা মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিলো, তা বোধ হয় স্বয়ং দাদা নিজেই জানতেন। তাই, কেউ যদি জেলে গোত্রের বলে, আমাকে গালাগালও করে, আমার গায়ে লাগে না। বাবাকে লেখাপড়াটাও অনেকদূর করিয়েছিলো, আমাদের দাদা। আমাদের দাদার অর্থনৈতিক মাথাটা যেমনি ভালো ছিলো, বাবার মাথাটাও ঠিক তেমনিই ছিলো। লেখাপড়া শেষে, বাবার কোন সরকারী চাকুরীই করার কথা ছিলো। অথচ, আমাদের বাবা, ছোট খাট ব্যাবসাপাতি শুরু করা থেকে, আন্তর্জাতিক এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসাটাই গড়ে তুলেছিলো।
আমরা তখন সুদূর সাগর পারে বসবাস করলেও, বাবা আমাদের সাথে থাকতো না। তার কারন হলো, বাবার ব্যাবসা সংক্রান্ত সব কাজ ছিলো দেশ বিদেশে। তাই তার চ্যাম্বারটাও ছিলো ঢাকায়। মাসে একবার অথবা দু মাসে একবারই আসতো, আমাদের সাগর পারের বাড়ীতে, আমাদের খোঁজ খবর নিতে। ধরতে গেলে, খুব শৈশব থেকেই বাবাকে, হাতে গুনা কয়েকবার ছাড়া দেখিনি। সন্তান হিসেবে, বাবা আমাদের প্রচণ্ডই ভালোবাসে! তবে, সব সময়ই মনে হতো, অধিকাংশ স্নেহ ভালোবাসা গুলোই পেতাম, মায়ের কাছেই। আর কদাচিৎ, বড় বোন সাথী আপুর কাছেই।
তখন আমার বয়স তেরো। একটু একটু করে দেহটা বাড়তে শুরু করেছে। বক্ষ গুলোও বেশ উঁচু হয়ে উঠেছে। স্কুলে সেই শৈশব থেকেই সবাই মিষ্টি মেয়ে, মিষ্টি মেয়ে বলেই ডাকতো। সে ডাকটা তখন চলার পথে পার্শ্ববর্তী বখাটে ছেলেদের মুখে সেক্সী ডাকেই ভূষিত হতে শুরু করছিলো।

Viewing all articles
Browse latest Browse all 60709

Trending Articles