শুভ রাতে দেরী করে ঘুমাবে । সবসময় তাই হয় ।
আজও তার ব্যতিক্রম না । কাল তার পরীক্ষা । তাই সে আজ সারারাত পড়াশোনা করবে । বেশ অনেকক্ষণ পড়ার পর , ওর পানির তৃষ্ণা পেলো । সে তার তৃষ্ণা মিটাতে ডাইনিং রুমে গেলো । পাশেই তার বড় বোন সুমির রুম । ওর বোনের রুম থেকে অস্পষ্ট শব্দ আসছে ।
শুভ কিছুটা কৌতূহল হয়ে উঠলো । ওর কেন জানি ব্যাপারটা ভাল লাগলো না । কয়দিন ধরেই ওর বোনের চালচলন ওর ভাল লাগছে না । কেমন জেন উগ্র হয়ে গেছে । নতুন বয়ফ্রেন্ড যে হয়েছে , তাও শুভ জেনেছে । সুমি এবং তার বান্ধবীদের কথোপকথন থেকে সে এটা বুঝতে পেরেছে । জামা - কাপড় উগ্র ধাচের । এই ব্যাপারটিতো আপনাদের মাত্র বল্লামই।
যাই হোক ঘটনায় ফিরে যাই । শুভ ভাবল ব্যাপারটি কি দেখতে হবে । যেই ভাবা সেই কাজ । আপুর রুমে উকি মারতে হবে । এইটা বলা যত সোজা শুভর জন্য ততোই কঠিন । সে চিন্তা করতে লাগলো কিভাবে দেখা যায় । হ্যাঁ হটাত তার মনে পড়লো , আপুর রুমের দরজা একটু বাকা ।
আজও তার ব্যতিক্রম না । কাল তার পরীক্ষা । তাই সে আজ সারারাত পড়াশোনা করবে । বেশ অনেকক্ষণ পড়ার পর , ওর পানির তৃষ্ণা পেলো । সে তার তৃষ্ণা মিটাতে ডাইনিং রুমে গেলো । পাশেই তার বড় বোন সুমির রুম । ওর বোনের রুম থেকে অস্পষ্ট শব্দ আসছে ।
শুভ কিছুটা কৌতূহল হয়ে উঠলো । ওর কেন জানি ব্যাপারটা ভাল লাগলো না । কয়দিন ধরেই ওর বোনের চালচলন ওর ভাল লাগছে না । কেমন জেন উগ্র হয়ে গেছে । নতুন বয়ফ্রেন্ড যে হয়েছে , তাও শুভ জেনেছে । সুমি এবং তার বান্ধবীদের কথোপকথন থেকে সে এটা বুঝতে পেরেছে । জামা - কাপড় উগ্র ধাচের । এই ব্যাপারটিতো আপনাদের মাত্র বল্লামই।
যাই হোক ঘটনায় ফিরে যাই । শুভ ভাবল ব্যাপারটি কি দেখতে হবে । যেই ভাবা সেই কাজ । আপুর রুমে উকি মারতে হবে । এইটা বলা যত সোজা শুভর জন্য ততোই কঠিন । সে চিন্তা করতে লাগলো কিভাবে দেখা যায় । হ্যাঁ হটাত তার মনে পড়লো , আপুর রুমের দরজা একটু বাকা ।