ভারতীয় সুপ্রাচীন মহাকাব্য মহাভারতে সবরকম রসেরই যোগান আছে । আদিরসও তার মধ্যেই পড়ে। মহাভারতের চরিত্রগুলির মধ্যে বৈধ অবৈধ অসংখ্য যৌন সম্পর্কের উল্লেখ আছে । কাহিনীর গতিপথে এই দেহমিলনগুলি অতি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে ।
শত শত বছর ধরে কবি সাহিত্যিকেরা মহাভারত থেকে অনুপ্রানিত হয়ে চরিত্রগুলিকে নিজেদের মতো করে নতুন রূপে আবার উপস্থাপন করেছেন। এই শৈল্পিক স্বাধীনতা যে তাঁদের প্রাপ্য তাতে কোনো সন্দেহ নেই। তাই আমার ক্ষুদ্র প্রচেষ্টায় মহাভারতে উল্লেখিত বিবিধ যৌনসম্পর্কগুলিকে আমি আমার মত করে কল্পনার রঙে সাজাতে চেষ্টা করছি। যে যৌনমিলনগুলিকে মহাভারতে দু-এক কথায় সারা হয়েছে তাকে একটু বিস্তৃতভাবে বর্ণনা করে আদিরসের শিহরনকে বৃদ্ধি করতে সচেষ্ট হয়েছি। মহাভারতের ঐতিহ্যের কথা মাথায় রেখে ভাষা শালীনতা বজায় রাখার চেষ্টা করছি । এই প্রচেষ্টা যদি আপনাদের ভাল লাগে তবেই সার্থক।
শত শত বছর ধরে কবি সাহিত্যিকেরা মহাভারত থেকে অনুপ্রানিত হয়ে চরিত্রগুলিকে নিজেদের মতো করে নতুন রূপে আবার উপস্থাপন করেছেন। এই শৈল্পিক স্বাধীনতা যে তাঁদের প্রাপ্য তাতে কোনো সন্দেহ নেই। তাই আমার ক্ষুদ্র প্রচেষ্টায় মহাভারতে উল্লেখিত বিবিধ যৌনসম্পর্কগুলিকে আমি আমার মত করে কল্পনার রঙে সাজাতে চেষ্টা করছি। যে যৌনমিলনগুলিকে মহাভারতে দু-এক কথায় সারা হয়েছে তাকে একটু বিস্তৃতভাবে বর্ণনা করে আদিরসের শিহরনকে বৃদ্ধি করতে সচেষ্ট হয়েছি। মহাভারতের ঐতিহ্যের কথা মাথায় রেখে ভাষা শালীনতা বজায় রাখার চেষ্টা করছি । এই প্রচেষ্টা যদি আপনাদের ভাল লাগে তবেই সার্থক।