মিকি মাউস
ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে
মানুষ ছিল নরম কেটে ছড়িয়ে দিলে পারতো
অন্ধ ছেলে বন্ধ ছেলে জীবন আছে জানলায়
পাথর কেটে পথ বানানো তাই হচ্ছে ব্যর্থ
পথের হদিশ পথ ই জানে মতের কথায় মত্ত
মানুষ বড় সস্তা কেটে ছড়িয়ে দিলে পারতো।
শক্তি চট্টোপাধ্যায়
এটি একটি রহস্যময় থ্রিলার গল্প হলেও শুধুই একটা থ্রিলার লেখার উদ্দেশ্যে এই গল্প নয়। এর উদ্দেশ্য একটাই মানুষ সস্তা নয় মানুষ মহা মুল্যবান। মানুষকে সম্মান করতে ও ভালবাসতে শেখাতেই এই গল্প লেখা। গল্পটা শেষ অবধি পড়ে গেলে সবাই বুঝবেন এই গল্প মানুষের জন্য মানুষকে মানুষ করে তোলার জন্য। আর সেই কারনেই শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা দিয়ে আমার গল্পের সূত্রপাত করলাম।
আমার সমস্ত পাঠকের কাছে একান্তই অনুরোধ এটা যে আসুন আমরা সবাই একে অপরকে সম্মান করি। আসুন আমরা মানুষকে সম্মান করি।
এই গল্পের প্রতিটি চরিত্র ও ঘটনা কাল্পনিক। যদি বাস্তবজীবনের কোনও ঘটনা বা ব্যাক্তির সাথে এর সামান্য কোনও মিল কেউ খুঁজে পান, তাহলে তা নেহাত ই কাকতালীয়।
ছেলেটা খুব ভুল করেছে শক্ত পাথর ভেঙে
মানুষ ছিল নরম কেটে ছড়িয়ে দিলে পারতো
অন্ধ ছেলে বন্ধ ছেলে জীবন আছে জানলায়
পাথর কেটে পথ বানানো তাই হচ্ছে ব্যর্থ
পথের হদিশ পথ ই জানে মতের কথায় মত্ত
মানুষ বড় সস্তা কেটে ছড়িয়ে দিলে পারতো।
শক্তি চট্টোপাধ্যায়
এটি একটি রহস্যময় থ্রিলার গল্প হলেও শুধুই একটা থ্রিলার লেখার উদ্দেশ্যে এই গল্প নয়। এর উদ্দেশ্য একটাই মানুষ সস্তা নয় মানুষ মহা মুল্যবান। মানুষকে সম্মান করতে ও ভালবাসতে শেখাতেই এই গল্প লেখা। গল্পটা শেষ অবধি পড়ে গেলে সবাই বুঝবেন এই গল্প মানুষের জন্য মানুষকে মানুষ করে তোলার জন্য। আর সেই কারনেই শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা দিয়ে আমার গল্পের সূত্রপাত করলাম।
আমার সমস্ত পাঠকের কাছে একান্তই অনুরোধ এটা যে আসুন আমরা সবাই একে অপরকে সম্মান করি। আসুন আমরা মানুষকে সম্মান করি।
এই গল্পের প্রতিটি চরিত্র ও ঘটনা কাল্পনিক। যদি বাস্তবজীবনের কোনও ঘটনা বা ব্যাক্তির সাথে এর সামান্য কোনও মিল কেউ খুঁজে পান, তাহলে তা নেহাত ই কাকতালীয়।